Posts

Showing posts from August, 2025
Image
রুহ ও আত্মা   সুফি মতে "রুহ" আর "আত্মা" একই জিনিস নয়, তবে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাদের পার্থক্য ও সম্পর্ক বোঝাতে সুফিরা সাধারণত কুরআন, হাদিস ও আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে ব্যাখ্যা দেন। ১. সংজ্ঞা (সুফি ব্যাখ্যা অনুযায়ী) রুহ (روح) → আল্লাহর আদেশ ও আমরের জগৎ থেকে আগত পবিত্র সত্তা। এটি মানব অস্তিত্বের মূল প্রাণশক্তি, যা আল্লাহর “কুন” (হও) নির্দেশ থেকে আসে। কুরআনে বলা হয়েছে: > "তারা আপনাকে রুহ সম্বন্ধে জিজ্ঞাসা করে। বলুন, রুহ আমার প্রভুর আদেশের বিষয়।" (সূরা আল-ইসরা: ৮৫) সুফিরা বলেন, রুহ মানুষের ভেতর আল্লাহর নূরের এক ঝলক। আত্মা (نفس / Self) → এটি মানুষের ব্যক্তিত্ব, সত্তা ও অনুভূতির কেন্দ্র। কিন্তু আত্মা বিভিন্ন স্তরের — নফসে আম্মারা (অধঃপতিত), নফসে লাওয়ামাহ (আত্ম-ভর্ত্সনাকারী), নফসে মুতমাইন্নাহ (শান্ত আত্মা)। সুফিরা বলেন, আত্মা মানুষকে জাগতিক অনুভূতি ও ইচ্ছার সাথে যুক্ত রাখে, আর রুহ তাকে আধ্যাত্মিক জগতে টেনে নিয়ে যায়। ২. সম্পর্ক রুহ হলো দিব্য আলো যা আল্লাহ মানুষের মধ্যে স্থাপন করেছেন। আত্মা হলো সেই পাত্র বা অবয়ব যেখানে রুহ বসবাস করে। যদি আত্ম...