মাসালায়ে ইলমে তরিকত।
‘কদম’ অর্থ পদ বা পা; বুছি অর্থ ‘চুম্বন’। কদমবুছির অর্থ হল ‘পদচুম্বন করা’। কদমবুছি করা আদব। যাদেরকে কদমবুছি করা আদবের ভিতরে পরে.... • মা-বাবাকে কদমবুছি করা, • গুরুজনদের কদমবুছি করা, • শিক্ষক ও ওস্তাদকে কদমবুছি করা, • পীর মাশায়েখকে কদমবুছি করা ইত্যাদি। কদমবুছি শরিয়তসম্মত ও গুরুত্বপূর্ণ সুন্নত। একে না জায়েজ বা শেরকি বলা অন্যায়। দলিল নং-১ পবিত্র হাদিস শরীফে আছে,“হযরত জারেইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বনী কায়েছ গোত্রের প্রতিনিধি ছিলেন। তিনি বলেন, যখন আমরা মদিনায় আগমন করলাম, দ্রুতগতিতে ছাওয়ারী থেকে নামলাম। অতঃপর আল্লাহর নবী (সাঃ) এর হাত মোবারকে চুম্বন করলাম ও তাঁর কদম মোবারকে চুম্বন করলাম।” তথ্যসূত্রঃ • সুনানে আবু দাউদ, হাদিস নং5135 ইফা; • বায়হাক্বী শরীফ, হাদিস নং-১৩৫৮৭; • ফাতহুল বারী শরহে বুখারী, ৮ম খন্ড; • মেসকাত শরীফ, হাদীস নং৪৬৮৮; • আল আদাব লীল বায়হাক্বী, হাদিস নং-২২৬। দলিল নং-২ হযরত ছাওফান ইবনে আছ্ছাল (রাঃ) বলেন, নিশ্চয় একদল ইয়াহুদী নবী করিম (সাঃ)এর হাত মোবারক ও কদম মোবারকে চুম্বন করেছেন।” তথ্যসূত্রঃ • তিরমিজি শরীফ, হাদীস নং২৭৩৩; • সুনানে নাসাঈ, হাদিস নং-৪০৭৮; • সু...