Posts

Showing posts from November, 2018

কেনো বলা হয় ঈদে মিলাদুন্নবী (সাঃ)?

Image
*এ কোন ঈদ?* ইসলামের শুরু থেকে এ পর্যন্ত সব মুসলমান বৎসরে দুইটি ঈদ পালন করে আসছে।ইদানিং ক'বছর যাবৎ আমাদের দেশের কিছু লোক নতুন করে আরও একটি ঈদ আমদানি করেছে যার নাম দিয়েছে "ঈদে মিলাদুন্নবী" তারা এই ঈদ কোথায় পেল? *এ ঈদ কি?* *(১) কোরআনে আছে?* *(২) হাদিসে আছে?* *(৩) ফিকহাতে আছে?* (১) কোরআন শরীফের দলিলঃ আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দাদেরকে তার নেয়ামত ও রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আনন্দ করার নির্দেশ দিয়েছেন। দেখতে পারেনঃ *সূরা ইউনুস আয়াত (৫৮)* আর আল্লাহর প্রদত্ত নেয়ামত সমূহের মধ্যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সুতরাং ঐ নেয়ামত প্রাপ্তির দিনে শুকরিয়া হিসাবে কেন আমরা ঈদ পালন করব না? (২) হাদিস শরীফের দলিলঃ হাদিস শরীফে উল্লেখ আছে যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই মিলাদুন্নবীর শুকরিয়া হিসাবে প্রতি সোমবার রোজা পালন করেছেন। দেখতে পারেনঃ মিশকাত শরীফ (১৭৯) পৃষ্ঠা। সুতরাং আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করব না? ১ম.রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিন পালন করেছেন? উত্তর হ্যাঁঃ হুজুরে পূরনূর *মুহাম্মাদ সল্লাল্লাহ...