কেনো বলা হয় ঈদে মিলাদুন্নবী (সাঃ)?

*এ কোন ঈদ?*

ইসলামের শুরু থেকে এ পর্যন্ত সব মুসলমান বৎসরে দুইটি ঈদ পালন করে আসছে।ইদানিং ক'বছর যাবৎ আমাদের দেশের কিছু লোক নতুন করে আরও একটি ঈদ আমদানি করেছে যার নাম দিয়েছে "ঈদে মিলাদুন্নবী"
তারা এই ঈদ কোথায় পেল?

*এ ঈদ কি?*
*(১) কোরআনে আছে?*
*(২) হাদিসে আছে?*
*(৩) ফিকহাতে আছে?*

(১) কোরআন শরীফের দলিলঃ
আল্লাহ রাব্বুল আলামীন তার বান্দাদেরকে তার নেয়ামত ও রহমত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ আনন্দ করার নির্দেশ দিয়েছেন।

দেখতে পারেনঃ
*সূরা ইউনুস আয়াত (৫৮)*
আর আল্লাহর প্রদত্ত নেয়ামত সমূহের মধ্যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সুতরাং ঐ নেয়ামত প্রাপ্তির দিনে শুকরিয়া হিসাবে কেন আমরা ঈদ পালন করব না?

(২) হাদিস শরীফের দলিলঃ
হাদিস শরীফে উল্লেখ আছে যে, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই মিলাদুন্নবীর শুকরিয়া হিসাবে প্রতি সোমবার রোজা পালন করেছেন।

দেখতে পারেনঃ
মিশকাত শরীফ (১৭৯) পৃষ্ঠা।
সুতরাং আমরা কেন ঈদে মিলাদুন্নবী পালন করব না?

১ম.রাসূল সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এই দিন পালন করেছেন?

উত্তর হ্যাঁঃ
হুজুরে পূরনূর *মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম* প্রতি সোমবার রোজা রেখে পালন করেছেন।

২ম.সাহাবায়ে কেরামগন এই দিন পালন করেছেন?
উত্তর হ্যাঁঃ
*হজরত আবু বকর সিদ্দিক* রাদিআল্লাহু আনহু বলেন,যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে।
দেখতে পারেনঃ
আন নেয়ামতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা। ( ৮)

*৩ম.প্রখ্যাত আলিমগন কি পালন করেছে?*

১.উত্তরঃ
প্রসিদ্ধ তাবেয়ী *হজরত হাসান বছরী (রাঃ)* বলেন,
যদি আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ন থাকত তাহলে আমি উহা রাসূলে পাকের মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে খরচ করাকে পছন্দ করতাম।
দেখতে পারেনঃ
আন নেয়ামতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা।(৮)

২.উত্তরঃ
হজরত জুনাইদ বাগদাদী (রাঃ) বলে, যে ব্যক্তি মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে উপস্থিত হয়ে উহাকে সম্মান প্রদর্শন করেছে,সে ইমানের সফলতা লাভ করেছে।
দেখতে পারেনঃ
আন নেয়ামতুল কুবরা আলাল আলাম পৃষ্ঠা। (৮)

৩.উত্তরঃ
প্রখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস আল্লামা ইবনে জাযরী (রহঃ) (৭৫১)হিজরীতে জন্ম তিনি বলেন,
যারা ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর রাত্রে মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনে আনন্দ উৎসব করে এবং সাধ্যমতো দান খয়রাত করে, আল্লাহ পাক নিজ অনুগ্রহে তাদেরকে জান্নাতুল নাঈম দান করবে।
দেখতে পারেনঃ
শরহে যুরকানী প্রথম খণ্ড (২৬১) পৃষ্ঠা।

৪.উত্তরঃ
বুখারী শরীফের ভাষ্যকার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কোস্থালানী (রহঃ) (৯২৩) হিজরীতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলেন,যে ব্যক্তি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমনের রাত্রকে ঈদ হিসাবে গ্রহণ করে,আল্লাহ পাক তার উপর রহমত বর্ষণ করবেন।
দেখতে পারেনঃ
শরহে যুরকানী প্রথম খণ্ড (২৬২) পৃষ্ঠা।

৫.উত্তরঃ
ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস আল্লামা আব্দুল হক্ক মুহাদ্দিসে দেহলভী (রহঃ) বলেন, যে ব্যক্তি মিলাদুন্নবী (সাঃ) এর আগমনের রাত্রকে ঈদ হিসাবে পালন করবে, তার উপর আল্লাহ তাআ'লা রহমত নাজিল করেন।
দেখতে পারেনঃ
মাসাবাতা বিস্সুন্নাহ পৃষ্ঠা (৮৪)

৬.উত্তরঃ
শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রহঃ) বলেন,
আমি ইতিপূর্বে মক্কা শরীফে রাসূলে পাকের বেলাদতের তারিখে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে উপস্থিত ছিলাম। মক্কাবাসীগন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাট করতেন।
এবং তাহার শুভাগমনের পবিত্র মূহুর্তে সংঘটিত অলৌকিক ঘটনাবলী বয়ান করতেন। এই মাহফিলে আমি নূর নবীর নূর মোবারক দেখতে পেয়েছি।
দেখতে পারেনঃ
ফয়যুল হারামাইন পৃষ্ঠা (৮০-৮১) এমনকি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর পিতা শাহ আব্দুর রহিম (রহঃ) প্রতিবৎসর অতি ঝাক ঝকমকের সাথে
ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করতেন।
দেখতে পারেনঃ
আদ দুররুস সামিন।

*ইহা ছাড়াও যেসব মহাবিজ্ঞ আলিমগন মিলাদুন্নবী (সাঃ) পালন করেছেন। এবং উহাপালনের ফজিলত বর্ণনা করে কিতাব লিখেছেন। তাদের মধ্যে সুপ্রসিদ্ধ হচ্ছেন *ইমাম জালাল উদ্দিন সয়ূতী (রহঃ) এবং ইমাম ইবনে হাজার আসকালানী (রহঃ) হাদিসের ইমাম ইবনে জাওজী (রহঃ) হাজী ইমদাাুল্লা মুহাজিরে মক্কী (রহঃ)* প্রমুখ।।

*বিঃদ্রঃ*
*এত প্রমাণ করে দেওয়ার পরও যদি ঈদে মিলাদুন্নবী (সাঃ) নিয়ে হাস্যকর বলে উড়িয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনার কপাল খারাপ। বদ নসীব।*

Comments

Popular posts from this blog

ছেমা ই দালালাত

ইউসুফে ছানি গাউছুল আজম ছৈয়দ গোলামুর রহমান বাবাজান কেবলা রহঃ জীবনী দর্পণ।

কোরআন সুন্নার আলোকে পীর ও মুরিদ।