মোহাম্মদ সুফি ফজলুল হক শাহ্ মাইজভান্ডারি রহঃ " জীবন দর্শন"
হযরত সুফি মোহাম্মদ ফজলুল হক শাহ্ মাইজভান্ডারী (রহ.) - সুফি মোহাম্মদ ওসমান গনি । ম হান আউলিয়া-এ ক্বেরামের জন্মস্থান রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়ন। সে হিসেবে বড়ই পূণ্যভূমি এ অঞ্চল। আর এ অঞ্চলে জন্মগ্রহণ করেন হযরত মওলানা সৈয়দ শফিউল বশর আল হাচানী আল মাইজভান্ডারী (ক.) এর করুণাধন্য হযরত সুফি মোহাম্মদ ফজলুল হক শাহ্ মাইজভান্ডারী (রহ.)। তিনি ১৯৫৬ সালের ৩০ এপ্রিল , ১৩৭৭ হিজরীর ১৩৬৫ বাংলার ১৭ বৈশাখ রাঙ্গুনিয়ার রানীরহাট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুর রহমান ও মাতার নাম মোছাম্মৎ আছিয়া খাতুন । তিনি গৃহ শিক্ষকের মাধ্যমে আরবী শিক্ষা লাভ করেন, রাজানগর প্রাইমারী স্কুল থেকে প্রাইমারী শিক্ষা, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন। কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করেন। মাইজভান্ডার শরীফ নিয়ে আলোচনারত থাকতেন। সুফি মোহাম্মদ ফজলুল হক শাহ্ মাইজভান্ডারী (রহ.) বাল্যকালে ...