মযজুব অলি আউলিয়া দর্পণ
"মযজুব অলি আউলিয়া দর্পণ" কিছু কিছু ওলী-আউলিয়া'র বাহ্যিক অবস্থা অপরিপাটি হয়ে থাকে। তাদের কাপড় থাকে ছেড়া ও পুরাতন। মাথায় চুল থাকে উস্কো-খুস্কো। এমন লোকদের সম্পর্কে ছরকারে কা-ইনাত, রাহমাতুল্লীল আলামীন, বিশ্বকূল সরদার, হুযূর [ﷺ] ইরশাদ ফরমানঃ عن أبى هريرة ، أن رسول الله [ﷺ]، قال : (( رب أشعث مدفوع بالأبواب لو أقسم على الله لأبره )). [ فضل الضعفاء والخاملين والبر والصلة والآدب ] "অনেক এলোমেলো চুলবিশিষ্ট লোকদেরকে দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু তাদের শান এ রকম যে, যদি তাঁরা কোন কিছুর ওপর আল্লাহর নামে কসম করে তখন তাদের যবান (মুখ) থেকে যা বের হয়- তাই হয়ে যায়।" [মুসলিম, আস-সহীহ্, (فضل الضعفاء والخاملين والبر والصلة والآدب) হাদীসঃ ৬৮৪৮] মুহাদ্দিসীনে কেরাম এই হাদীসের দুইটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হল- তারা বলে দেবেন, আল্লাহর কসম এই কাজটি এভাবেই হয়ে যাবে। দ্বিতীয় ব্যাখ্যা হল- তারা বলবেন, হে আল্লাহ! আপনার সত্তার কসম, এই কাজটি এভাবে করে দিন। আল্লামা ইকবালের ভাষায়ঃ "দুনিয়ার গরীবদের প্রতি তাকিয়ো না...