ছেমা ই দালালাত
ছেমা শব্দের অর্থ কি?কোরানের দৃষ্টিতে বাদ্যযন্ত্র সহকারে ছেমা জায়েজ কিনা?এ বিষয়ে ফয়সালা কি? ছেমা আরবী শব্দ, যার আভিধানিক অর্থ,শোনা বা শ্রবণ করা।আল্লাহপাক সুরানাহল ১২৫ নং আয়াতে এরশাদ করেন, খোদারদিকে জনগণকে হেকমত, কৌশল ও সৎকার্যের উৎসাহপূর্ণ কথা দ্বারা আহবান কর।সুতরাং উক্তআয়াতে হেকমত শব্দ দ্বারাসূফীগণ গান বাদ্যের সুন্দর সুরদ্বারা মানুষকে আল্লাহর পথে আহবান করা কে বুঝিয়েছেন।প্রথমেই আমাদের ধারণায় আনতে হবে আল্লাহ কোর’আনে কোথাও গান-বাজনা হারাম করেন নি। যা কিছু হারাম তা মহান আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন। পবিত্র কোর’আনে আল্লাহ বলেন, “তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে (সুরা আল আনআম ১১৯)।” আল্লাহ পবিত্র কোর’আনের কোথাও গান-বাজনার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আরোপ করেন নি।রসুলাল্লাহ (স.) এর জীবন থেকে যদি আমরা দেখি তবে স্পষ্ট দেখবো তিনি সুস্থ বিনোদন, আনন্দ উৎসব ও গান-বাজনা ইত্যাদি বর্জন করেন নি। তাঁর নবী হওয়ার পর থেকে সমগ্র জীবনটাই কেটেছে সংগ্রামে আর যুদ্ধে, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। মাত্র ২৩ বছরে তাঁকে ৭৮ টি যুদ্ধাভিযান পরিচালনা করতে হয়েছে যেখানে অনেকগুলোত...