Posts

Showing posts from September, 2019

স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?

Image
               "স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?" -- এ প্রসংগে চমৎকার এই নোটটি পড়তে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে থাকে। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা এবং আধ্যাত্মিক চাহিদা। এর কোন একটির ঘাটতি বয়ে আনতে পারে অসন্তুষ্টি। আর তাই বিয়ের আগ মুহূর্তে সুন্নাহ মোতাবেক পারিবারিক জীবন অতিবাহিত করার একটা রাফ প্ল্যান করে নিতে পারেন। কিছু বিষয় হাইলাইট করে যদি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা যায় তবে প্রতিটি ঘর হয়ে উঠবে প্রশান্তিময়। বিয়ে পরবর্তী রোমান্স যেনো আমৃত্যু টিকে থাকে এজন্য নিম্নের সুন্নাতি বিষয়গুলোতে আসুন সকল পুরুষরা একটু চোখ বুলিয়ে নেইঃ ১) সহধর্মিণীর হৃদয়ের ভাষা বুঝুনঃ রাসূলুল্লাহ (সা:) একবার আয়িশাকে (রা:) বললেন, হে আয়িশা! আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক আর কখন অসন্তুষ্ট হও। আয়িশা (রা:) জিজ্ঞেস করলেন, তা আপনি কিভাবে জানেন? রাসূলুল্লাহ (সা:) বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক, তখন তুমি এরূপ বল, ‘মুহাম্মাদের (সা:) রবের কসম, আর যখন তুমি অসন্তু...