গাউছুল আযম মাইজভান্ডারীর জীবনী
গাউসুল আযম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ আল-হাসানীওয়াল হোসাইনী মাইজভান্ডারী (কঃ) এর জীবনাদর্শঃ ঘোর অন্ধকারাচ্ছন্ন সময়ে মানুষ যখন সঠিক ইসলামের দিক্-দিশা পাচ্ছিলনা তখনি পৃথিবীর বুকে মহানবী (দঃ) এর প্রতিচ্ছবি, হযরত আলী (রাঃ)এর বেলায়তী ক্ষমতার ধারক ও বাহক অলিকুল শিরোমনি, শরীয়ত, ত্বরীকত হাকীকত ও মারেফতের দিশারী খোদা তত্ত্বের রহস্যাবলীর উজ্জ্বল নক্ষত্র, নূর-এ-এলাহী, মাহবুব-এ-ছোবহানী, গাউছে ছামদানী, হযরত আবু মুহাম্মদ মুহীউদ্দিন সৈয়দ আবদুল কাদের জিলানী আল্-হাসানী, ওয়াল-হোসাইনী (কঃ)বাগদাদ নগরীতে তশরীফ আনেন| তাঁর আধ্যঅত্মিকতার প্রভাবে মৃত প্রায় দ্বীন এ ইসলামকে মৃতসঞ্জীবনী দান করলেন| **বংশ তালিকাঃ হযরত গাউছুল আযম (কঃ) পিতৃ ও মাতৃ উভয়কুল থেকেই প্রিয়নবী হযরত মুহাম্মদ (দঃ) এর পবিত্র বংশধর| পিতার দিক হতে তিনি হযরত ইমাম হাসান (রাঃ) ও মাতার দিক হতে হযরত ইমাম হোসাইন (রাঃ) এর বংশে আবির্ভূত হন| **পিতার বংশঃ হযরত গাউছুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ) ইবনে হযরত সৈয়দ সালেহ মুসা ইবনে হযরত সৈয়দ দাউদ (রাঃ) ইবনে হযরত সৈয়দ মুসা সানি ইবনে হযরত সৈয়দ আবদুল্লাহ ইবনে হযরত সৈয়দ মুসা জুন, ইবনে হযরত ষৈয়দ আবদু...