হযরত মাওলানা আমিনুল হক হারবাংগিরি (ক.) জীবন দর্শন
হযরত মাওলানা আমিনুল হক হারবাংগিরি (ক.) জীবন দর্শন। হ যরত আমিনুল হক হারবাংগিরি (ক.)-এর জন্মস্থান বার্মার মেও মেও নামক স্থানে। আজ থেকে বহু আগে জীবনের কোন এক সময়ে সঠিক পীরের তালাশে তিনি বার্মা হতে টেকনাফ কক্সবাজার হয়ে বাঁশখালীর হারবাং নামক জায়গায় আসেন। সেখানে কিছুদিন অবস্থানের পর চট্টগ্রাম শহরের পথে রওয়ানা হয়ে এক সময় চট্টগ্রাম শহরের নাজিরহাট রােডের আমান বাজার নামক স্থানে খােশাল শাহ মসজিদে নামাজ আদায় করেন। মাগরিব কিংবা এশারের নামাজ হবে। নামাজ আদায় করতঃ মসজিদের ইমাম সাহেবের সাক্ষাতের অপেক্ষায় মসজিদে কিছু সময় বসে থাকলেন। এক একে সব মুসল্লি চলে গেলেন। বাকি থাকলাে ইমাম সাহেব আর সাক্ষাতপ্রার্থী। সাক্ষাতপ্রার্থী মনে মনে খুশী হলেন। যে ইমামের পিছনে নামাজ পড়লাম, নামাজে তাে খুবই মজা পেলাম। কত সুন্দর নামাজ। মনে হয়, এমন নামাজ জীবনে পড়িনি। মনে হয়, আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছেছি। এ ধরনের আলেমে দ্বীনের হাতে বাইয়াত গ্রহণ করলেই আমার মনজিলে মকসুদে পৌঁছতে পারবাে। মুসাফির মনে মনে খুবই খুশি। মসজিদেও কেউ নেই। আমি আর ইমাম সাহেব ব্যতীত। এখনই মােক্ষম সুযােগ। আমি হুজুরের নিক...