Posts

Showing posts from 2019

স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?

Image
               "স্বামী-স্ত্রীর সম্পর্কটা কেমন হবে?" -- এ প্রসংগে চমৎকার এই নোটটি পড়তে পারেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। একজন স্বামী এবং স্ত্রী পরস্পর তিনটি চাহিদাকে কেন্দ্র করে একে অপরের সাথে জড়িয়ে থাকে। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা এবং আধ্যাত্মিক চাহিদা। এর কোন একটির ঘাটতি বয়ে আনতে পারে অসন্তুষ্টি। আর তাই বিয়ের আগ মুহূর্তে সুন্নাহ মোতাবেক পারিবারিক জীবন অতিবাহিত করার একটা রাফ প্ল্যান করে নিতে পারেন। কিছু বিষয় হাইলাইট করে যদি সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা যায় তবে প্রতিটি ঘর হয়ে উঠবে প্রশান্তিময়। বিয়ে পরবর্তী রোমান্স যেনো আমৃত্যু টিকে থাকে এজন্য নিম্নের সুন্নাতি বিষয়গুলোতে আসুন সকল পুরুষরা একটু চোখ বুলিয়ে নেইঃ ১) সহধর্মিণীর হৃদয়ের ভাষা বুঝুনঃ রাসূলুল্লাহ (সা:) একবার আয়িশাকে (রা:) বললেন, হে আয়িশা! আমি অবশ্যই জানি কখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক আর কখন অসন্তুষ্ট হও। আয়িশা (রা:) জিজ্ঞেস করলেন, তা আপনি কিভাবে জানেন? রাসূলুল্লাহ (সা:) বললেন, যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাক, তখন তুমি এরূপ বল, ‘মুহাম্মাদের (সা:) রবের কসম, আর যখন তুমি অসন্তু...

ছেমা ই দালালাত

Image
ছেমা শব্দের অর্থ কি?কোরানের দৃষ্টিতে বাদ্যযন্ত্র সহকারে ছেমা জায়েজ কিনা?এ বিষয়ে  ফয়সালা কি? ছেমা আরবী শব্দ, যার আভিধানিক অর্থ,শোনা বা শ্রবণ করা।আল্লাহপাক সুরানাহল ১২৫ নং আয়াতে এরশাদ করেন, খোদারদিকে জনগণকে হেকমত, কৌশল ও সৎকার্যের উৎসাহপূর্ণ কথা দ্বারা আহবান কর।সুতরাং উক্তআয়াতে হেকমত শব্দ দ্বারাসূফীগণ গান বাদ্যের সুন্দর সুরদ্বারা মানুষকে আল্লাহর পথে আহবান করা কে বুঝিয়েছেন।প্রথমেই আমাদের ধারণায় আনতে হবে আল্লাহ কোর’আনে কোথাও গান-বাজনা হারাম করেন নি। যা কিছু হারাম তা মহান আল্লাহ স্পষ্ট করে বলেই দিয়েছেন। পবিত্র কোর’আনে আল্লাহ বলেন, “তোমাদের জন্য যা হারাম করা হয়েছে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে (সুরা আল আনআম ১১৯)।” আল্লাহ পবিত্র কোর’আনের কোথাও গান-বাজনার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আরোপ করেন নি।রসুলাল্লাহ (স.) এর জীবন থেকে যদি আমরা দেখি তবে স্পষ্ট দেখবো তিনি সুস্থ বিনোদন, আনন্দ উৎসব ও গান-বাজনা ইত্যাদি বর্জন করেন নি। তাঁর নবী হওয়ার পর থেকে সমগ্র জীবনটাই কেটেছে সংগ্রামে আর যুদ্ধে, হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে। মাত্র ২৩ বছরে তাঁকে ৭৮ টি যুদ্ধাভিযান পরিচালনা করতে হয়েছে যেখানে অনেকগুলোত...

খলিফায়ে গাউছে মাইজভান্ডারী হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) জীবনি।

Image
খলিফায়ে গাউছে মাইজভান্ডারী হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) জীবনি।   মাননীয় শাহনগরী আউলিয়া প্রধান ওলমা দফতরে আরো গৌরব তাঁহান। লাভের বাণিজ্যতরে আসা যাওয়া মাইজভাণ্ডারে না বুঝিয়া নিন্দা করে এখওয়ানু শয়তান। সৈয়দ মোছাহেব উদ্দিন কাজী সাহেব তাঁর প্রেমতরণী বইতে খলিাফায়ে গাউছুল আজম মাইজভা-ারী হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) এর শানে এভাবে গূনকীর্তন করেন। হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) একজন মহান অলি এবং হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী(কঃ) ও হযরত বাবা ভণ্ডারীর(কঃ) কেবলা কাবার উল্লেখযোগ্য খলিফাদের মধ্যে একজন। হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) হুজুরের পূর্ব পুরুষ গন অষ্টাদশ শতকের শুরুতে সূদুর আরবস্থান থেকে এসে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে স্থায়ী বসবাস শুরু করেন। হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) ১৮৫৫ সালে জন্মগ্রহন করেন।তার পিতার নাম মওলানা করিম উদ্দিন । হযরত মওলানা রিজুয়ান উদ্দিন শাহনগরী (রহঃ) শৈশব হতে অত্যান্ত মেধাবী ছিলেন।এলমে দ্বীনের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করার পর মাইজভণ্ডার দরবার শরীফের মহান আধ্যাত্বিক সাধক হযরত গাউছুল আজম...