Posts

Showing posts from December, 2017

ইউসুফে ছানি গাউছুল আজম ছৈয়দ গোলামুর রহমান বাবাজান কেবলা রহঃ জীবনী দর্পণ।

Image
       ইউসুফে ছানি গাউছুল আজম ছৈয়দ গোলামুর রহমান বাবাজান কেবলা রহঃ জীবনী দর্পণ।   হ যরত বাবা ভান্ডারী (রঃ) হচ্ছেন মাইজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহান ওলী। তিনি ১২৭০ সালের ২৭শে আশ্বিন (মোতাবেক ১০ই অক্টোবর ১৮৬৫ইং এবং ১২ই জামাদিউসসানী ১২৭০ হিজরী) সোমবার ভোর বেলা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত মাইজভান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আবদুল করিম শাহ সাহেব এবং মাতার নাম সৈয়দা মুশাররফজান বেগম সাহেবা। তিনি হযরত গাউছুল আজম শাহ সুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডার (রঃ)- এর আপন ভাতষ্পুত্র। তাঁর জন্মের অব্যবহিত পর নবজাত শিশু অবস্থায় তাঁকে দেখে তাঁর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীগণ আনন্দে পুলকিত হয়ে মন্তব্য করেছিল, “এ শিশু মানব নয়, বরং একজন সম্মানিত ফেরেশতা। আমরা এরূপ সুন্দর ছেলে কখনও দেখিনি। নিশ্চই ইনি কালে একজন উচ্চ মর্যাদার ওলী হবেন”  হযরত বাবা ভান্ডারী (রঃ)-এর শিক্ষা জীবন শুরু হয় তাঁর বাড়ীর আঙ্গিনায় সে সময়ে বিদ্যমান একটি ফোরকানীয়া মাদ্রাসায়। ফোরকানীয়া মাদ্রাসাটির শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ আলেম ও ধর্ম পরায়ণ লোক। মাদ্রাসা শিক্ষক হযরত বাবা ভান্ডার...

PHILOSOPHY OF SUFISM.

Image
PHILOSOPHY OF SUFISM. Prophet Muhammad, though its genesis lies in the Quran; rather, it emerged slowly as a means for seeking salvation through intensive devotion to the commands of God and absorption in the words of God revealed in Quran with superlative degree of purity. Early Sufi authorities acknowledge that the term 'Sufi' was not in general use before the time of Abu Hashim al- Sufi, though some assert that the term was known to early Muslim religious figures such as Hasan al-Basri (d. 728 A.D.) and Sufyan al-Thawri (d. 778 A.D.). One group of scholars attributes it to the influence exercised on Islam by other faiths, while others emphasize the essentially Islamic origin of Sufism. There are several theories suggesting that Sufism was derived from Neo￾platonic, Christian, Buddhist or Hindu sources. Islam prohibited its adherents from practicing the mortifying austerity and asceticism, which were followed by Jewish and Christian monks and Hindu Yogis. However, though...